ইসরায়েলি হামলায় ইয়াহিয়া সিনওয়ার নিহত, ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও জানাজা

ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। তার হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা নামাজের আয়োজন করেছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়, যা শেষে বিক্ষোভ মিছিল করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা “টু জিরো টু ফোর, জায়োনিজম নো মোর”, “শ্যাম শ্যাম শ্যাম, ইউনাইটেড ন্যাশন”, “ফ্রম দ্য রিভার টু দ্য সি, ফিলিস্তিন উইল বি ফ্রি” সহ বিভিন্ন স্লোগান দেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন ভুঁইয়া বলেন, “ইসরাইল যদি মনে করে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করে বিজয় অর্জন করেছে, তবে তারা ভুল। শহীদ হওয়া একজন ইয়াহিয়া সিনওয়ার থেকে লক্ষ লক্ষ ইয়াহিয়া সিনওয়ার তৈরি হয়েছে, হামাসকে দমিয়ে রাখা যাবে না।”

আজাদী ফিলিস্তিনের আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন, “শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, যারা জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো শিখিয়েছেন। শহীদ ইয়াহিয়া সিনওয়ার তাদেরই একজন, যিনি আমাদের দেখিয়েছেন কীভাবে মৃত্যুকে শৈল্পিক রূপ দেওয়া যায়।”

উল্লেখ্য, বুধবার গাজার রাফাহ শহরে একটি ভবনে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে হামাসের সিনিয়র নেতা ইয়াহিয়া সিনওয়ারসহ তিনজন নিহত হন। ধারণা করা হয়, ওই ভবনটি হামাসের শীর্ষ নেতারা ব্যবহার করতেন।