
মোহাম্মদপুরের বছিলা এলাকায় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে একটি সুপার শপ ও মোবাইল ব্যাংকিং এর দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বছিলায় একটি সুপার শপে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বেশ কয়েকজন যুবক। এ সময় তারা দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা নিয়ে যায়।
দোকানের সিসি ক্যামেরায় দেখা যায়, ডাকাত দলের হাতে ধারালো অস্ত্র ছিলো। প্রায় একই সময়ে কাছের আরেকটি মোবাইল ব্যাংকিংয়ের দোকানে হামলা চালিয়ে নগদ টাকা নিয়ে যায় ডাকাত দল।
গত কয়েকদিন ধরেই মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিস্তারিত ভিডিওসহ দেখুন https://youtu.be/nDEbUXJ4Sq4?si=LkvJzTPChehTkQbJ