ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এ হুঁশিয়ারি দেন সাত কলেজ সংস্কারের প্রতিনিধি ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান।
সেদিন বেলা ১১টা থেকে ঢাকা কলেজে জড়ো হন সাত কলেজের কয়েক হাজার শিক্ষার্থী। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। এ সময় মিরপুর সড়ক ও এলিফ্যান্ট রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ। বিকেল সাড়ে ৩টার দিকে আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ার পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।
২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও সরকার ও সংশ্লিষ্ট কতৃপক্ষের কোনো সাড়া না পেয়ে আবারও ২৩ অক্টোবর বুধবার বেলা ১১ টায় ঢাকা কলেজ শিক্ষার্থী ও সাত কলেজ সংস্কারের প্রতিনিধি আব্দুর রহমান ফেসবুক লাইভের মাধ্যমে আন্দোলনের ডাক দেন। সাত কলেজ সংশ্লিষ্ট সকল সামাজিক যোগাযোগ মাধম্যে তা ছড়িয়ে পড়ে।
অপরদিকে ২২ অক্টোবর মঙ্গলবার রাত নয়টার পর থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। তারা বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি চত্বরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষোভস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, সাত কলেজের বিষয়ে যেহেতু তিনটা প্রতিষ্ঠান জড়িত— সরকার, ইউজিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। এই তিনটা প্রতিষ্ঠান মিলেই তো একটা সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয় যেহেতু সাতটা কলেজের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান তাদের ও একটা সিদ্ধান্তের বিষয় জড়িত। সব একসাথে মিলে একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসতে হবে।
এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন..
Follow us : https://www.facebook.com/questifyznews?mibextid=ZbWKwL
QuestifyZ News