গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১,১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১,১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৭ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫৭ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২,০৫৮ জন।
মঙ্গলবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। তাদের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন ও খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) দুজন রয়েছেন। বাকি তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বাদে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগে মারা যান।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৯ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগের মানুষ, ২৫৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুলাই থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হন। আগস্টে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি হয়, যার পরিমাণ ৬ হাজার ৫২১ জন। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় তিন গুণ বেড়ে হয় ১৮ হাজার ৯৭ জন। চলতি মাসে ইতিমধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১২২।
আক্রান্তের সঙ্গে সঙ্গে মৃত্যুও বাড়ছে। গত জুলাইয়ে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৭ জন। গত সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ৫২ হাজার ৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
Follow us : https://www.facebook.com/questifyznews?mibextid=ZbWKwL
QuestifyZ News